নারকেল তেল ব্যবহার করে ডার্ক সার্কেল দূর করার পদ্ধতি!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ২৩, ২০২১

ডার্ক সার্কেল সহ ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে নারকেল তেল। নারকেল তেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বককে হাইড্রেট রাখে। রোদ থেকে ত্বককে বাঁচায় এবং স্বাস্থ্যকর রাখে। তাহলে আসুন জেনে নেওয়া যাক ডার্ক সার্কেল দূর করতে নারকেল তেল কিভাবে ব্যবহার করবেন...

১. নারকেল তেল ম্যাসাজ: চোখের নিচের অংশে নারকেল তেল দিয়ে মেসেজ করা কেবলমাত্র যে ডার্ক সার্কেল দূর করে তাই নয়, পাশাপাশি এতে চোখের নিচে ফোলা ভাব কমায়।

উপাদান:

- খাঁটি নারকেল তেল ব্যবহারের

পদ্ধতি:

- প্রথমে মুখ ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।

- এরপর আপনার আঙুলে করে অল্প নারকেল তেল দিন।

- ঘুমাতে যাওয়ার আগে প্রায় ৫ মিনিট ধরে বৃত্তাকার গতিতে চোখের নিচে নারকেল তেল দিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন।

- সারাদিন রেখে দিন । সকালে ধুয়ে ফেলুন।

- প্রতিদিন করতে পারেন এটি।

আরো পড়ুনঃ ডিম পিঠা 

২. নারকেল তেল এবং আমন্ড অয়েল: নারকেলতেল এবং আমন্ড অয়েল একসাথে ত্বকে হাইড্রেটেড, নরম রাখে এবং ডার্ক সার্কেল দূর করে।

উপকরণ:

- ১ চা চামচ নারকেল তেল,

- ১ চা চামচ আমন্ড অয়েল।

ব্যবহারের পদ্ধতি:

- একটি বাটিতে দুটি তেল একসাথে মেশান।

- ঘুমাতে যাওয়ার আগে চোখের নিচে মিশ্রণটি লাগান।

- সারারাত রেখে দিন, সকালে ধুয়ে ফেলুন।

- ভালো ফলাফলের জন্য সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment