ভাতের মাড় দিয়ে জাপানি পদ্ধতিতে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করুন!

  • কবিতা আক্তার
  • ফেব্রুয়ারি ৯, ২০২১

আমরা সাধারণত ভাতের ফ্যান বা মাড় ফেলে দেই। অথচ, ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। চীন ও জাপানে ভাতের মাড় নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে। ভাতের মাড় ত্বকের জন্য যে কতটা উপকারী তা অনেকেরই জানা নেই। ভাতের মাড় কিভাবে ত্বককে রক্ষা করবে জানেন? না জানলে, আসুন জেনে নেই...

১. ভাতের মাড় দিয়ে মুখ ধুলে, মুখ পরিষ্কার থাকে।

২. মুখের ত্বকে যে ছোট ছোট ক্ষত থাকে তা ভালো করতে ভাতের মাড় খুব উপকারী।

৩. ভাতের মাড় দিয়ে চুল পরিষ্কার করুন। দেখবেন চুল অনেক উজ্জ্বল হবে।

৪. পানিতে ভালো করে মুখ ধুয়ে ভাতের মাড়ের মাঝে তুলো ভিজিয়ে সমস্ত মুখে লাগাবেন। এটি টোনার হিসেবে কাজ করবে।

৫. ত্বককে ফর্সা করতে সাহায্য করে।

আরো পড়ুনঃ গর্ভকালীন সময়ে লো লায়িং প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া!

৬. ত্বকে ময়েশ্চারাইজার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর কাজ করে। এতে অতিবেগুনি রশ্মি শোষণ করার ক্ষমতা রয়েছে।

৭. আমাদের ত্বকের উপর তামার পড়লে পড়ার প্রবণতা রয়েছে আর ভাতের মাড় সেটা গঠন করতে বাধা দেয়।

৮. ত্বকে হাইপার পিগমেন্টেশনে ও বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে।

৯. যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে তারা ভাতের মাড় তুলো দিয়ে ব্রণ আক্রান্ত জায়গায় লাগালে তা অতি দ্রুত সেরে উঠে এবং ত্বকের লালচে ভাবও দূর হয়।

১০. ত্বকের যেখানে চর্মরোগ রয়েছে সেখানে ঠান্ডা ভাতের মাড় লাগালে অনেক উপকার হবে। কারণ ভাতের মাড়ের শ্বেতসার জাতীয় পদার্থ চর্মরোগ প্রতিরোধের জন্য খুবই কার্যকর।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment