গায়ের রং ফর্সা করার ৪ টি দারুন ফেসপ্যাক এর বিস্তারিত জেনে নিন

  • কবিতা আক্তার
  • ফেব্রুয়ারি ১৯, ২০২১

বিউটি পার্লারে স্কিন পলিশ ফেয়ার পলিশ নামক ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্ট অনেকেই করিয়ে থাকেন, এটা না জেনেই যে ভীষণ ক্ষতিকর এই কাজ। কারণ সকলের ত্বকে সবকিছু মানানসই নয়, অনেকেরই হতে পারে পার্শপ্রতিক্রিয়া। অন্যদিকে মেলানিন সার্জারি করে রং ফর্সা করাটাও কিন্তু নিরাপদ নয়। তাহলে উপায়? উপায় হচ্ছে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা। আজ রইলো প্রাকৃতিক ভাবে ত্বকের রং ফর্সা করার চারটি দারুন ফেসপ্যাক এর কথা।

ফেসপ্যাক-১ঃ মসুর ডাল গুড়ো করে নিন মিহি করে। তারমধ্যে ডিমের হলুদ অংশ টা মেশান। রোদের মধ্যে এই পেস্ট টা শুকিয়ে নিন ভালো করে। একদম মচমচে হয়ে গেলে গুঁড়ো করে শিশির মধ্যে ভরে নিন।প্রতিদিন রাতে শোবার আগে দুই ফোটা লেবুর সঙ্গে এক চামচ দুধ ও এইগুড়ো খানিকটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। আধঘন্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন।দুধ খানিকটা তুলোতে নিয়ে মুখ বুলিয়ে নিন। আরো ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ফেসপ্যাক-২ঃ তিল বেটে নিন অথবা গুড়ো করে নিন। এতে সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকে নিন। এবার ছেঁকে নিন। ছাকার পর একটা সাদা রঙের তরল পাবেন সেটা মুখে লাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গায়। আধাঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। অচিরেই ত্বকের রঙ ফিরে পাবেন।

আরো পড়ুনঃ দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার সহজ টিপস

ফেসপ্যাক -৩ঃ ত্বকের রং আরও ফর্সা করার জন্য টক দই লাগান মুখে। যাদের ত্বক শুষ্ক তারা মধু ও দই মিশিয়ে নিন। মিনিট বিশেক রাখুন মুখে, তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এরকম লাগাতে হবে।

ফেসপ্যাক-৪ঃ তৈলাক্ত ত্বক উজ্জল করতে মুলতানি মাটি, থেঁতো করা পদ্মপাপড়ি ওনিমপাতা বাটা এবং চালের গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে গলায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।বুঝে ফেলার পর মুখে কাঁচা দুধ লাগিয়ে রাখুন আরও আধা ঘন্টা।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment