ফেস সিরাম কি? এটি কিভাবে ব্যবহার করা উচিত জানুন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ১, ২০২১

ম্যাগাজিন, ফেসবুক ও পত্রপত্রিকায় ফেস সিরাম কথাটা খুবই দৃষ্টিগোচর হচ্ছে ত্বকের যত্নে ও তার ব্যবহারের কথা বলা হচ্ছে। কিন্তু সেটা ঠিক কী জিনিস সেটাই মাথায় ঢোকা দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। আসুন জেনে নিই ফেস সিরাম হলো বেসিক্যালি একটি উচ্চ ঘনত্ব বিশিষ্ট শক্তিশালী উপাদান যা খুব কম সময়ে ত্বকের গভীরে পৌঁছায়।

এটির মলেকিউলস ফর্মুলা ত্বকের বিশেষ বিশেষ সমস্যা গুলি কে চিহ্নিত করে তার কার্যকরী সুরাহা প্রদান করে। ত্বকের বলিরেখা, দাগ ছোপ, স্কিন টোন ও টেক্সচার এর মত গুলিকে টার্গেট করে সমাধান করে।

আরো পড়ুনঃ কেকের ক্রিম বানানোর সহজ পদ্ধতি!

কিভাবে সেরাম লাগাবেন?

সিরাম লাগানোর সময় সেরকম কিছু নেই কিন্তু লাগানোর আগে মুখটা ভালো করে ফেসওয়াস দিয়ে ধুয়ে নেবেন।তারপর পছন্দের স্কিন টোনার লাগান মুখের ওপর আলতো ভাবে। সেটা সুকলে সিরাম ২-৩ ফোটার মত নিয়ে গোটা মুখে লাগিয়ে সেটা উঠে যেতে দিন ওর মধ্যেই সিরাম ত্বকের গভীরে গিয়ে তার কাজ শুরু করবে।

অনেকে ক্রিমের মতো অনেকটা হাতে নিয়ে মাখেন কিন্তু তাতে লাভ বেশি নেই। এটি অল্পেই কাজ দেয় ভালো। ত্বকের সজীবতা নিশ্চিত করতে দিনে দুবার যোগ করুন নিজের বিউটি রুটিনে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment