ব্রণের অস্বস্তিকর দাগ ও ত্বকের গর্ত সারিয়ে তোলার ঘরোয়া ২টি উপায়

  • কবিতা আক্তার
  • মার্চ ৮, ২০২১

ব্রণের সমস্যা খুব পরিচিত। তৈলাক্ত ত্বকে বেশিরভাগ ক্ষেত্রে ব্রণ হতে দেখা যায়। ব্রণ স্বাভাবিকভাবেই ত্বকের সৌন্দর্য নষ্ট করে,কিন্তু সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন ব্রণের ক্ষত দাগ ত্বকে রয়ে যায়। চলুন জেনে নিই ব্রণের ক্ষত দাগ সারাতে কি করবেন। 

ভিটামিন ই ক্যাপসুল: ত্বকে ব্রণের ক্ষত রোধ করতে সবচেয়ে সহজ উপায় হলো ভিটামিন ই। ভিটামিন ই ক্যাপসুল ব্রণের ক্ষত দাগ সারাতে খুব ভালো কাজ করে।

আরো পড়ুনঃ কান্নায় ওজন কমে!

প্রতিদিন ময়েশ্চারাইজার হিসেবে ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করুন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের ক্ষত দাগ তো রোধ করেই সাথে ব্রণ ও রোধ করে।

আলুর রস: নানা ধরনের পুষ্টি ও মিনারেলে ভরপুর সবজি হলো আলু। আর এই আলু আমাদের দেহ ও ত্বক উভয়ের জন্যই ভালো। ত্বক থেকে ব্রণের ক্ষত দাগ সারাতে আলুর জুস ব্যবহার করুন।

একটি আলু নিয়ে কেটে স্লাইস করে নিন তারপর সরাসরি ত্বকের ক্ষত দাগের ওপর দিয়ে রাখুন।

আরো পড়ুনঃ তরমুজের শরবত

এছাড়াও আলু কেটে ব্লেন্ড করে তা থেকে রস নিয়ে তোকে ম্যাসাজ করতে পারেন এবং আরো ভালো ফল পেতে আলুর রস ত্বকে দিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

প্রতিদিন একবার এভাবে ত্বকে আলুর রস ব্যবহার করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment