চুলের যত্নে তুলসী পাতার রসের ব্যবহার জানুন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ১১, ২০২১

তুলসী গাছের আছে নানা গুণ। ঔষধ হিসেবে যেমন তুলসী পাতার রস সুপরিচিত তেমনি রূপচর্চায় ও এর নানাবিধ ব্যবহার রয়েছে। চুলের যত্নে এটি বেশ কার্যকরী।

১। চুলে খুশকি বেশি হলে তুলসী পাতার সাথে নারকেল তেল মিশিয়ে গোসলের ২ ঘন্টা আগে মাথায় ভালো করে লাগিয়ে শ্যাম্পু করতে হবে। এতে খুশকি কমে যাবে। একদিন পরপর এভাবে তেল লাগাতে হবে।

আরো পড়ুনঃ পেটের চর্বি জমা সমস্যা থেকে মুক্তি পেতে চান? জানুন উপায়

২। চুলের উজ্জ্বলতা ও স্বাস্থ্য বজায় রাখতে প্রতি সপ্তাহে ৩/৪ দিন তুলসী পাতার রস খেতে হবে।

৩। চুল পড়ার সমস্যা থাকলে তুলসী পাতা দিয়ে তেল বানিয়ে ব্যবহার করা যায়।এ তেল তৈরীর জন্য চুলায় আধাকাপ নারকেল তেলের সাথে ২০-২৫ টি তুলসী পাতা জ্বাল দিতে হবে ১৫ মিনিট। তেল ছেঁকে নিয়ে এর সাথে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও ১ টেবিল চামচ অ্যামন্ড অয়েল মেশাতে হবে। ভালো ফলাফল পেতে এই তেল সপ্তাহে ৩দিন চুলেও মাথার ত্বকে লাগাতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment