ত্বকের যত্নে শীট মাস্ক ব্যবহার পদ্ধতি জেনে নিন

  • কামরুন নাহার স্মৃতি
  • মার্চ ২৩, ২০২১

ত্বকের যত্নে দীর্ঘ প্রক্রিয়ার চেয়ে শিট মাস্ক ব্যবহার অনেকের কাছেই সহজসাধ্য। তবে ত্বকের দৈনন্দিন যত্নের বদলে নয়, বরং বাড়তি যত্নের অংশ হিসেবে শীট মাস্ক ব্যবহার করা যেতে পারে। তবে ত্বক বুঝে শিট মাস্ক বেছে নিতে হবে।

ব্যবহারের নিয়ম ক্লিনজার এর সাহায্যে ৫-১০ মিনিট মুখের ত্বক পরিষ্কার করে নিন, স্ক্রাব করুন ২-৩ মিনিট, এরপর ম্যাসাজ ক্রিম ব্যবহার করুন ৫ মিনিট। সবশেষে মুখ ধুয়ে ভালোভাবে মুছে নিয়ে শীত মাস্ক ব্যবহার করুন।

আরো পড়ুনঃ আপনার প্রিয় সন্তানের উচ্চতা বাড়ানোর সহজ ৬টি কৌশল!

শিট মাস্ক ১০-২০ মিনিটের বেশি মুখে রাখা ঠিক নয়, ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। এই সময়টুকু শুয়ে আরাম করুন, দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন, ভালো চিন্তা করুন, মন ভালো করে দেওয়া অডিও ক্লিপ শুনতে পারেন।

শিট মাস্ক ব্যবহারের পর ত্বকে ময়েশ্চারাইজার দিতে ভুলবেন না, আলাদা দুটি মাস্ক ব্যবহার করতে চাইলে পরপর ব্যবহার করতে পারেন। তবে সব শেষে ময়েশ্চারাইজার লাগাতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment