ব্রণ থেকে হওয়া মুখের গর্ত ভরার সহজ উপায়!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৩০, ২০২১

ব্রন ও ব্রনের দাগ এবং ব্রণও থেকে হওয়া অবাঞ্ছিত গর্ত মুখের সৌন্দর্য কেড়ে নেয়। অনেক সময় বিভিন্ন রকম সামাজিক উৎসব অনুষ্ঠান থেকেও নিজেকে মনে হয় আড়াল করে রাখি। কিন্তু একবার ভেবে দেখেন তো এটা কি কোনো সমাধান?

আপনি যদি হাতে কিছুটা সময় নিয়ে বাড়িতে বসে ঘরোয়া প্যাক কন্টিনিউ করেন, হান্ড্রেড পার্সেন্ট ব্রণ থেকে অনেকটা হালকা হয়ে যাবে।

আরো পড়ুনঃ মর্নিং সিকনেস কাদের বেশী হয় ?

উপকরণঃ

- ভিটামিন ই ক্যাপসুল একটি,

- অ্যালোভেরা জেল পরিমাণমতো,

- পাতিলেবুর রস কয়েক ফোঁটা।

যেভাবে ব্যবহার করবেনঃ ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল এবং পাতিলেবুর রস একত্রে মিশিয়ে প্রথমে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর কোন অয়েল ফ্রি বা নিম ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

আরো পড়ুনঃ আপনার ওজন বাড়াবে প্রতিদিনের যে খাদ্য তালিকা !

এবার উপরিউক্ত মিশ্রনটিকে হাতের আঙুলের সাহায্যে পুরো মুখে, বিশেষ করে গর্ত গুলি র ওপর ৩০ লাগিয়ে মিনিট অপেক্ষা করুন। মিনিট দশেক হালকা ম্যাসাজ করে, উষ্ণ গরম পানির সাহায্যে, নরম তোয়ালে দিয়ে মুখটা মুছে নিন। সপ্তাহে তিনদিন ব্যবহারেই ফল পাবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment