কিছুতেই মাথার চুল বাড়ছে না? ৫টি কার্যকরী তেলের ব্যবহার জানুন!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • এপ্রিল ১০, ২০২১

তেল চুলের জন্য ভীষণ জরুরি। যত যত্নে রাখুন না কেন নিয়মিত তেল না দিলে চুল ভালো থাকে না। সপ্তাহে অন্তত দুইবার চুলের জন্য প্রয়োজন তেল। নারকেল তেল ও অলিভ অয়েল তো রয়েছেই, পাশাপাশি আরো কিছু তেল ব্যবহার করতে পারেন চুলের বৃদ্ধির জন্য। আসুন জেনে নেই...

১. অনিয়ন অয়েলঃ অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। এছাড়া চুল হবে নরম ও মসৃণ। রাতে ঘুমানোর আগে অনিয়ন অয়েল, নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল।

আরো পড়ুনঃ ৩০-এর পরে বাচ্চা নিলে আপনি যে সমস্যাগুলোর মুখোমুখী হবেন!

২. ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলঃ চুল পড়া বন্ধ করতে ও চুলের বৃদ্ধি বাড়াতে এই তেলের জুড়ি নেই। রাতে ঘুমানোর আগে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। চমৎকার সুগন্ধেও ভালো হয়ে উঠবে মন। পরদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

৩. ক্যাস্টর অয়েলঃ চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল ঘন করতে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একবার নারকেল তেল ও অলিভ অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে সামান্য গরম করে চুলের গোড়ায় ঘষে দিন। ঘন্টাখানেক পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৪. রোজমেরি এসেনশিয়াল অয়েলঃ চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এই তেল। এতে ফলে চুল বাড়ে দ্রুত। অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ১০মিনিট পর ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ মর্নিং সিকনেসের কারণে শিশু কি ক্ষতিগ্রস্ত হবে ?

৫. মেথি অয়েলঃ মেথি অয়েলও চুল ঝলমলে করতে ভীষণ কার্যকর। কয়েক ধরনের তেলের সঙ্গে এই তেল মিশিয়ে সামান্য গরম করে চুলে লাগান। এক ঘন্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment