চুলের আগা ফাটা রোধের জাদুকরী হেয়ার প্যাক তৈরি পদ্ধতি

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ২২, ২০২১

চুলের আগা ফাটা বন্ধ করবে কলার হেয়ার প্যাক। কলায় থাকা পটাশিয়াম ও প্রাকৃতিক তেল চুলের আগা ফাটা দূর করার পাশাপাশি চুল করবে ঝলমলে। চলুন তবে জেনে নেয়া যাক এর ব্যবহারের নিয়ম...

পাকা কলা ও মধু: একটি পাকা কলা চটকে দুই টেবিল চামচ মধুর সাথে মিশিয়ে চুলে লাগিয়ে নিন।

আরো পড়ুনঃ মুখের ঘা হতে পারে মারাত্মক রোগের লক্ষণ

পাকা পেঁপে ও পাকা কলা: কয়েক টুকরো পাকা পেঁপে ও পাকা কলা একসঙ্গে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

পাকা কলা ও ডিমের প্যাক: একটি পাকা কলা চটকে এর মধ্যে একটি ডিম ফেটিয়ে ভালোভাবে মেশান। এরপর এক টেবিল চামচ নারিকেল তেল তিন টেবিল চামচ মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। এক ঘন্টা শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ আপনার শিশুর ত্বক উজ্জল ও ফর্সা করার ১০ টি ঘরোয়া টিপস

পাকা কলা ও টকদই: একটি পাকা কলা চটকে দুই টেবিল চামচ টক দই, কয়েক ফোঁটা লেবুর রস আর কয়েক ফোটা গোলাপ জল মিশিয়ে নিন। এরপর চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালভাবে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment