ফর্সা ত্বক পাবেন আটার ফেসপ্যাক ব্যবহারে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ১০, ২০২১

রান্নাঘরে থাকা  জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই ফেসপ্যাকটি। আটা তো আছেই তার সাথে আর যা যা লাগবে

উপকরণ:

- আটা ১ চা চামচ

- দুধ ২ চা চামচ

- মধু১ চা চামচ

- গোলাপ জল ১ চা চামচ

আরো পড়ুনঃ বাড়িতে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে ২টি ফুড কালার তৈরির পদ্ধতি

কি ভাবে ব্যবহার করবেনঃ একটি পাত্রে ১ চা চামচ আটার সাথে ২ চা চামচ দুধ,১ চামচ মধু ও গোলাপজল মিশিয়ে নিন। প্রত্যেকটি উপকরণ ভালো করে মেশাবেন।রেডি আপনাদের প্যাক। এবার মুখ ধুয়ে ভালো করে প্যাকটি লাগান মুখে ও গলায়। ৫ মিনিট হালকা করে হাত দিয়ে ম্যাসাজ করুন। রেখে দিন ২০ মিনিট। ২০ মিনিট পর ভালো করে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন করে প্যাকটি ব্যবহার করুন এক মাস।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment