চুলের জেদি খুশকি দূর করুন সহজ উপায়ে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ৩০, ২০২১

খুশকির সমস্যায় ছোট-বড় সবাই ভুগে থাকেন! অনেকের চুলে আঠার মতো লেগে থাকে খুশকি। এর থেকে নিস্তার পাওয়ার বেশ মুশকিল, তবে দুশ্চিন্তার কিছু নেই। প্রাকৃতিক কয়েকটি উপাদানের মাধ্যমে চটজলদি মাথা থেকে খুশকি দূর করা সম্ভব। জেনে নিন উপায়গুলো...

১. চুলে লেবু, দই এবং তেলের মিশ্রণ ব্যবহার করুন। ১৫ থেকে ২০ মিনিটের জন্য এই মিশ্রণ চুলে রেখে অতঃপর ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করুন।

আরো পড়ুনঃ মানসিক স্বাস্থ্য কী? মানসিক সমস্যার প্রাইমারি লক্ষণগুলো জানুন

২. চুলে ডিমের কুসুম ব্যবহার করেও খুশকি দূর করতে পারেন।

৩. শ্যাম্পুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে তাপমাত্রায় ব্যবহার করুন। বেকিং সোডা প্রাকৃতিকভাবে খুশকি দূর করে।

৪. চুলে অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যেই দূর হবে খুশকি।

৫. শ্যাম্পুর সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করুন।

আরো পড়ুনঃ সংসারের খরচ বাঁচানোর ৫টি কৌশল জানুন

৬. চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর সামান্য মাউথওয়াশের সঙ্গে পানি মিশিয়ে চুল ধুয়ে নিন। এরপর চুল আর পানিতে ভেজানোর প্রয়োজন নেই।

এই উপায়গুলোর মাধ্যমে আপনি চুল থেকে জেদি খুশকি সহজে অপসারণ করতে পারবেন। ‌

আরো পড়ুনঃ প্রেম কিংবা পারিবারিক বিষয় নয়, সম্পর্ক ভাঙ্গে কিছু খারাপ অভ্যাসের কারণে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment