তেজপাতা ও চন্দনের ব্যবহারে পাবেন উজ্জ্বল ও সতেজ ত্বক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ১২, ২০২১

রান্নার স্বাদ ছাড়াও আপনার সৌন্দর্য বাড়িয়ে তুলতে উপকারী তেজপাতা। রান্নায় তেজপাতা দেওয়া মানে তার স্বাদ একেবারে বদলে যায়। সামান্য রান্না সুস্বাদু করে তোলার ক্ষমতা রাখে তেজপাতা।

আরো পড়ুনঃ এই গরমে পরিবারকে সুস্থ রাখতে ইফতারে যা অবশ্যই রাখবেন!

তেজপাতা আপনার ত্বকের জন্য উপকারী। উজ্জ্বল ও সতেজ ত্বকের যত্নে তেজপাতার প্যাক ব্যাপক কার্যকারী। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক, উজ্জ্বল ও সতেজ ত্বকের জন্য চন্দন ও তেজপাতার প্যাক তৈরি পদ্ধতি...

উপকরণ:

- তেজপাতা ৫টি,

- চন্দন পরিমাণমতো।

তৈরি ও ব্যবহার পদ্ধতি: প্রথমে তেজপাতা ভালোভাবে পরিষ্কার করে নিন এবং তার সাথে চন্দন মিক্সড করে বেটে নিন। এবার আপনার মুখের এবং গলার ত্বক পরিষ্কার করে নিয়ে তাতে প্যাকটি আলতো হাতে লাগিয়ে নিন।

আরো পড়ুনঃ শিশুদের জন্য কয়েকটি আয়রন সমৃদ্ধ খাবার

এভাবে ঘন্টাখানেক লাগিয়ে রেখে শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যবহারের পর দেখবেন ত্বক উজ্জ্বল ও সতেজ দেখাবে। গায়ে দুর্গন্ধ থাকলে তা দূর হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment