বলিরেখা দূর করবে বার্লি চা, রেসিপি সহ

  • কবিতা আক্তার
  • নভেম্বর ১১, ২০২১

বয়স যতই হোক, মুখে বলিরেখা পড়া মানে বুড়িয়ে যাওয়া। আর এটি দূর করতে বাজারে আছে হরেক রকমের ক্রিম। কিন্তু এ রেখা দূর করা যায় নিয়মিত স্বাস্থ্যকর একটি চা খেয়েও।

যেভাবে বানাবেন বার্লি চা:

প্রথমে ২ টেবিল চামচ বার্লি টেলে নিন। এরপর একটি প্যানে এক কাপ পানি নিন। পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করুন।

আরো পড়ুনঃ তেলাপোকা দূর করার সহজ ঘরোয়া উপায়

ফুটতে শুরু করলে তাতে বার্লি দিন। অল্প আঁচে ৫ মিনিট চুলায় রাখুন। পান করার আগে ছেঁকে নিন।

বার্লিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফ্রিরেডিকেল এর বিরুদ্ধে সক্রিয় থাকে। মূলত ওই রেডিকেলের কারণেই ত্বকে বলিরেখা পড়ে।

বার্লিতে থাকা অ্যাসলেইক অ্যাসিড ব্রণ দূর করতে সাহায্য করে

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment