মানুষের পাশে দাঁড়ানোর গল্প লিখি! প্রচারণার উদ্দেশ্য নয়

  • খোর্শেদ আলম 
  • অক্টোবর ৩০, ২০১৮

কলেজ পড়ুয়া ছাত্রী আইরিন৷ দরিদ্র পরিবারে জন্ম ও বেড়ে উঠা হলেও দারিদ্রতা জয় করে, সংগ্রাম করে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে।আইরিনের সবজি বিক্রেতার বাবার পক্ষে আইরিনের কলেজে পড়াশোনা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ চালানোর সামর্থ্য না থাকায় স্বপ্নবাজ এই মেধাবী কিশোরীর পড়াশোনা বন্ধ হবার উপক্রম।

না, স্বপ্নবাজ, মেধাবী কলেজ পড়ুয়া আইরিনের পড়াশোনা বন্ধ হবে না। অর্থাভাবে আইরিনের কলেজ যাওয়া, প্রাইভেট পড়া, বই কিনা কিছুই থেমে থাকবে না। আইরিনের পাশে আমি দাঁড়িয়েছি তার পড়াশোনার দায়িত্ব নিয়ে।

ঈশ্বরচন্দ্র গুপ্তের মানুষ কে? কবিতাটা মনে পড়লো,

'কেবল পরের হিতে প্রেম লাভ যার
মানুষ তারেই বলি মানুষ কে আর?
সকলে সমান মিত্র শত্রু নাহি যার
মানুষ তারেই বলি মানুষ কে আর?
অমৃত নিসৃত হয় প্রতি বাক্যে যার।
মানুষ তারেই বলি মানুষ কে আর?'

মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করার গল্প আমি লিখি ব্যক্তি প্রচারণার উদ্দেশ্য নয়। যেন আপনার আশেপাশে সুবিধবঞ্চিত স্বপ্নবাজ ছেলেমেয়েদের পাশে উৎসাহিত হয়ে আপনি দাঁড়ান৷ অবহেলিত, দুর্দশাগ্রস্ত মানুষজনকে যেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে পাশে পায়।

Leave a Comment