ভয়ানক সেই হামলার ১৭ মিনিটই লাইভ করেন হামলাকারী ব্রেন্টন!

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ১৫, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে মর্মান্তিক হামলাকারী বন্দুকধারীর পরিচয় মিলেছে। ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট নামের ওই বন্দুকধারীকে শ্বেতাঙ্গ বলে পরিচয় করিয়ে দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ওই হামলার ১৭ মিনিট তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছেন। তার চালানো ওই হামলায় এরইমধ্যে ৪০ জন নিহত এবং ২৭ জনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং আহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে।

এই নামে থাকা এক ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। ওই বন্দুকধারী একটি ভিডিও প্রকাশ করেছে তবে নৈতিক কারণে ওই ভিডিওটি প্রচার করেনি কোনো সংবাদমাধ্যম। পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন, হামলাকারী নিশ্চিত করতে চেয়েছিলেন যে তার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। তবে ভিডিওটি সরাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ। এটা জনসাধারণের নাগালের মধ্যে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ফেসবুকে ওই হামলার যেসব ভিডিও ছড়িয়েছিল তা সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ফেসবুকের পরিচালক মিয়া গার্লিক।

সূত্র : মোড়ল নিউজ২৪

Leave a Comment