বাংলাদেশ দলের পাশে শোয়েব-কোহলিরা 

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ১৫, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় অক্ষত অবস্থায় রক্ষা পাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন ক্রিকেট বিশ্বের তারকারা। শোয়েব আখতার, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, জিমি নিশাম, হার্শা ভোগলেসহ ক্রিকেট তারকারা এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়ে টুইট করেছেন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় প্রত্যেকেই স্বস্তি প্রকাশ করেছেন। এ ঘটনার পরপরই পাকিস্তানের আরেক তারকা শহিদ আফ্রিদি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে সতীর্থ হয়ে খেলা তামিম ইকবালের সঙ্গে ফোনে কথা বলেছেন।

ক্রাইস্টচার্চের ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। নিজের টুইটে আখতার বলেন, ‘ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ভিডিও দেখে আমি স্তম্ভিত। আমরা কি এখন প্রার্থনাকক্ষের ভেতরেও নিরাপদ নই? আমি এমন সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা জানাই। স্বস্তি পাচ্ছি যে, বাংলাদেশ দলের ক্রিকেটাররা রক্ষা পেয়েছে।’

নিজের টুইটে শহিদ আফ্রিদি লিখেন, ‘এটা ভয়ানক এক অভিজ্ঞতা। নিউজিল্যান্ডকে সবচেয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ হিসেবে জানি। তামিমের সঙ্গে কথা বলেছি। খুবই স্বস্তির খবর যে, বাংলাদেশ দলের সবাই নিরাপদ আছে। এ ঘটনায় গোটা দুনিয়ার এক হওয়া উচিত। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও এ ঘটনায় টুইট করে সমবেদনা জানিয়েছেন। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে কোহলি বলেন, ‘এটা মর্মান্তিক ও হতবাক করা ঘটনা। ক্রাইস্টচার্চে কাপুরুষোচিত এই হামলায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমার আন্তরিক সমবেদনা। বাংলাদেশ দলের সবার প্রতিও সহানুভূতি রইল, সবাই নিরাপদে থাকুক।’

এ ছাড়া রবিচন্দ্রন অশ্বিন, জিমি নিশাম, হার্শা ভোগলেসহ ক্রিকেট বিশ্বের অনেক তারকাই টুইটার ও ফেসবুক বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ দলের সবাই রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। হতবিহ্বল বাংলাদেশ ক্রিকেট সদস্যদের সহানুভূতি জানাতেও ভুল করেননি তাঁরা। বিশ্ব ক্রিকেটের তারকাদের পাশাপাশি সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেনসহ বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারই সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্রাইস্টচার্চের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন।

সূত্র : ২৪তাজাখবর 

Leave a Comment