শাহনাজ রহমতুল্লাহর জানাজা বাদ জোহর

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • মার্চ ২৪, ২০১৯

বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহর জানাজা অনুষ্ঠিত হবে রোববার (২৪ মার্চ) বাদ জোহর রাজধানীর বারিধারার একটি মসজিদে। পরে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সংগীতশিল্পী শফিক তুহিন। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহনাজ রহমতুল্লাহ।

১৯৫২ সালের ২ জানুয়ারি তার জন্ম। দেশাত্মবোধক গান গেয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য গান- ‘এক নদী রক্ত পেরিয়ে, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’, ‘একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘আমায় যদি প্রশ্ন করে’ ও ‘যে ছিল দৃষ্টির সীমানায়’।

তার তিনটি গান বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় স্থান পায়। ১৯৯২ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। এছাড়া ১৯৯০ সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন শাহনাজ রহমতুল্লাহ।

টি/আ

Leave a Comment