চট্টগ্রামে ৮ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • এপ্রিল ৯, ২০১৯

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় ৮ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৫টার কিছু পরে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগে ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের সমস্ত মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার (০৯ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ৯ নম্বর লেনের ফারুক আহমেদের বাসায় আগুনের সূত্রপাত ঘটে। দুবাই প্রবাসী আবদুস সালামের ভাড়া ফ্ল্যাটের বেডরুমে আগুনের সূত্রপাত ঘটেছিল।

এদিকে বাসার দরজায় তালা লাগানো এবং তীব্র ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে চরম বেগ পেতে হয়। এসময় ভবনের অন্যান্য বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছাদে উঠে যায়। এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

তবে আগুনের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

সূত্রঃ সময় নিউজ 

টি/শা 

Leave a Comment