উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুন ২৪, ২০১৯

কুলাউড়ায় গতকাল রোববার রাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। 

উপবন এক্সপ্রেস রাতে সিলেট ছেড়ে ঢাকার পথে রওনা করে। রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন বরমচাল স্টেশন অতিক্রম করে কুলাউড়া আসার পথে রেলপথের একটি কালভার্ট ভেঙে পেছনের কয়েকটি বগি খালে পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় চারজন নিহত এবং অর্ধ-শতাধিক আহত হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পরপরই সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। 

রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম জানান সোমবার সকালে এই বিষয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে। তিন কার্যদিবসে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। 

টি/শা 

Leave a Comment