রোগব্যাধি ছড়াচ্ছে বন্যা আক্রান্ত জেলায়, মৃত্যুমুখে মানুষ

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ১৫, ২০১৯

বন্যার পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। বন্যা আক্রান্ত ১৬ জেলায় দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ ও চোখের প্রদাহসহ বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। এছাড়াও এসব এলাকায় বজ্রপাত, পানিতে ডুবে, সাপের কামড়ে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বন্যায় আটকে পড়া মানুষজন এবং একেকজন পড়ছে মৃত্যুমুখে।

গত ছয়দিনে আক্রান্ত রোগির সংখ্যা বেড়েছে অনেকটা। বন্যা আক্রান্ত জেলাগুলোর মানুষ ভুগছেন বিভভিন রোগ এবং সমস্যায়। ডায়রিয়াতে আক্রান্ত প্রায় ৪২৬, আরটিআই ১৮৯, বজ্রপাতে ৭ জন, সাপের কামড়ে ১০জন, পানিতে পড়ে ৪জন, চোখের প্রদাহে ৪৯ জন, আঘাতপ্রাপ্ত ১৫ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত প্রায় ৪১২ জন। তাদের সুস্থতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে কর্তৃপক্ষ।

কেএস/

Leave a Comment