প্রতিবন্ধিসহ পানিতে ডুবে কয়েকজনের মৃত্যু কুড়িগ্রামে

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ১৬, ২০১৯

বন্যার পানি কমছে না বরং টানা বর্ষনে ও পাহাড়ি ঢলে পানি বাড়া অব্যাহত রয়েছে। বন্যার পানিতে ডুবে কুড়িগ্রামের এক প্রতিবন্ধীসহ চারজন মারা গেছে। এছাড়াও পুকুরে ডুবে মারা গেছে এক শিশু। সোমবার তাদের মৃত্যু হয়।

সোমবার বন্যার পানিতে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্বে স্বাস্থ্য কর্মীরা। মারা গেছে- ঢুষমারা থানার গাছবাড়ী এলাকায় মাইদুলের ১৮ মাসের কন্যা খেলতে খেলতে পানিতে পড়ে মারা যায়। খর্দ্দ বাঁশপাতারী গ্রামের ফরিদুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে চৌকি থেকে পড়ে মারা যায় এবং চুনমুল পাড়াএ প্রতিবন্ধী বীথি ১০ বছর পানিতে ডুবে মারা যায়।

হাতিয়া ইউনিয়নের ব্যাপারীগ্রামে বাড়ির পেছনে খেলতে গিয়ে ৬ বছরের এক শিশু পানিতে ডুবে মারা যায়। কাশিপুর ইউনিয়নের আটোয়াটারী গ্রামের লোকমানের ৩ বছরের মেয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

কেএস/

Leave a Comment