চোর ডাকাত গভীর রাতে হানা দিচ্ছে খামারগুলোতে

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ১৬, ২০১৯

কোরবানির ঈদকে সামনে রেখে গভীর রাতে হানা দিচ্ছে খামারগুলোতে। পদ্মা চরের বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছেন গরু চুরির আতঙ্কে। চলতি মৌসুমে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে পদ্মা পার এলাকা।সামনে ঈদকে সামনে রেখে চোর ডাকাত গরু ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। এজন্য নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মা পাড়ের লোকজন।

চরাঞ্চলের লোকদের একমাত্র রোজগারের অবলম্বন গবাদী পশু পালন। কোরবানীর ঈদে গরু মোটাতাজা করে বিক্রি তাদের একমাত্র রোজগারের পথ। পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় এলাকার মানুষের ফসলি মাঠ পানিতে ডুবে আছে। তারওপর চোর ডাকাতের দল ট্রলারযোগে গভীর রাতে হানা দিচ্ছে খামারগুলোতে।। মধুখালী থানা পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় গরু চোরকে আটক করা হয়েছে। এলাকার পুলিশি টহল বাড়ানো হয়েছে। চোরদের আটকে অভিযান চলছে।

কেএস/

Leave a Comment