বন্যায় কিছু করার নেই আমাদের, বন্যাটা প্রাকৃতিক

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ১৬, ২০১৯

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, ‘বন্যা কবলিত এলাকায় এমপি ও জেলা প্রশাসকদের প্রতিনিধি দিয়ে কমিটি করে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। সকলে সম্মিলিতভাবে বন্যা মোকাবেলা করব। তিনি আরও বলেন, যে বন্যা হচ্ছে সেখানে আমাদের কিছু করার নেই। পাশ্ববর্তী দেশে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পানি প্লাবিত হয়ে বাংলাদেশে নেমে আসছে। এতো পানি নরমাল বাঁধ ঠেকাতে পারবে না। নদী ভাঙনে ইমার্জেন্সি কাজ করে তা ঠেকানোর চেষ্টা করছি।‘ মঙ্গলবার(১৬ জুলাই) সকালে ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাঁধ যেখানে যেখানে ভেঙে যাচ্ছে সেখানে কাজ করছি আমরা। কিছু জায়গায় ভেঙে গেছে, আবার মেরামত করব। পানি থাকলে বাঁধ সংস্কার করা যাবে না। পানি কমে গেলে কাজ শুরু করব।

তিনি আরও বলেন, ‘বর্ষাটা প্রাকৃতিক। এটা আবহাওয়াজনিত কারণ, এখানে কিছু করা যাবে না। তবে যতখানি সম্ভব ঠেকাতে হবে। আমরা ভাটির দেশের মানুষ। উজান থেকে পানি নেমে আসবেই, আমাদের কিছু করার নেই। আমরা বছরের প্রথম থেকেই আগাম বন্যার বিষয়ে নির্দেশনা দিয়েছিলাম। যে সকল এলাকা ঝুঁকিপুর্ণ সেগুলো পরিদর্শন ও সমস্যা চিহ্নিত করার জন্য।‘

কেএস/

Leave a Comment