ছুটির আমেজ কাটেইনি রাজধানী ঢাকায়

  • কামরুন নাহার স্মৃতি
  • আগস্ট ১৪, ২০১৯

ছুটির আমেজ কাটেইনি রাজধানী ঢাকার। ঈদুল আযহার তিন দিনের ছুটি কাটিয়ে গ্রামে থেকে মানুষ একে একে শহরে পাড়ি জমালেও, এখনো সেই আগের ঢাকায় ফেরেনি ব্যস্ত শহর। গত তিনদিনের মতই আজও রাজধানীর রাস্তাঘাট প্রায় জনশূন্য। গাড়ির চলাচলও ধরতে গেলে আগের তুলনায় অনেক কম। আজ থেকে সরকারী অফিস আদালত খুললেও তেমন উপস্থিতি নেই বললেই চলে।

পেট্রলপাম্প, ফটোকপির দোকান, বই কিংবা মার্কেটের অলিগলিতে তেমন ব্যস্ততা নেই। দু'একটা দোকান অবশ্য খুলেছে, তবে বেশিরভাগ দোকানই বন্ধ পড়ে আছে। রাজধানীর স্থায়ী বাসিন্দারা অনেকেই ফাঁকা রাজধানীতে নিজের মতো চলতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। যানবাহনের সংখ্যা তুলনামূলক কম থাকায় ট্রাফিকপুলিশদের আলাদা সিগন্যালের প্রয়োজন হচ্ছে না। যানবাহন নিয়ন্ত্রণও করতে হচ্ছে না তাদের। আগামী রোববার পর্যন্ত রাজধানী ঢাকায় এমন অবস্থা চলবে। রোববার রাত থেকেই কিংবা সোমবার থেকেই আবার আগের অবস্থায় ফিরবে রাজধানী ঢাকা। যানবাহনের শব্দ, লোকজনের কোলাহলে আবার জমজমাট হয়ে উঠবে রাজধানী ঢাকা।

কেএস/

Leave a Comment