কাশ্মীরের লোকজন খাঁচাবন্দি হয়ে পড়েছেন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ১৬, ২০১৯

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ সম্প্রতি এক অডিও বার্তা প্রকাশ করেছেন। ওই বার্তায় তিনি বলেন, তার মাকে গ্রেফতারের কয়েকদিন পর থেকেই তিনি গৃহবন্দী হয়ে পড়েছেন। বাড়িতে কেউ এসে তার খোঁজ করলেও তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি তার কাছেও সেই খবর দেওয়া হচ্ছে না।

ওই বার্তায় তিনি আরো বলেন, কাশ্মীরের লোকজন জন্তুর মতো খাঁচাবন্দী হয়ে পড়েছেন। তাদের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। প্রায় ১২দিন ধরে বিচ্ছিন্ন কাশ্মীর। বাহিরের দুনিয়া এমনকি, কাশ্মীরে বসবাসরত মানুষদের মাঝেও যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেখানে মোবাইল ও ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা বার্তায় নিজের গৃহবন্দী হওয়ার কারণ জানতে চেয়েছেন ইলতিজা জাভেদ। তিনি লিখেছেন, তিনি সংবাদপত্রে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার জন্যই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। তাকে হুমকিও দেওয়া হচ্ছে যে, কাশ্মীর নিয়ে ফের মুখ খুললে পরিণতি আরো খারাপ হবে।

সূত্র: জাগো নিউজ

কেএস/

Leave a Comment