জার্মানিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় শোক দিবস

  • কামরুন নাহার স্মৃতি
  • আগস্ট ১৬, ২০১৯

জার্মানির রাজধানী বার্লিনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা ও জার্মান প্রবাসী বাংলাদেশীরা দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের স্বভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারা বলেন, 'জাতীর পিতার আদর্শ নতুন প্রজন্মদের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

কেএস/

Leave a Comment