৪১তম বিসিএস বিশেষ হচ্ছে না

  • কামরুন নাহার স্মৃতি
  • আগস্ট ২২, ২০১৯

৪১তম বিসিএস বিশেষ সরকারী কলেজ শিক্ষক নিয়োগ করার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন ক্যাডারে চাহিদা পাওয়ায় এটি সাধারণ বিসিএস পরীক্ষার মতো আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পিএসসি সূত্রে এমন তথ্য জানা গেছে।

সরকারি কলেজ শিক্ষক সংকট থাকায় বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে এই সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয় থেকে পিএসসিতে চাহিদাপত্র পাঠানো হয়। শিক্ষক নিয়োগের জন্য ৪১তম বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদাপত্র এখনো পিএসসির কাছে পৌঁছায়নি। এ কারণে এটি সাধারণ বিসিএস পরীক্ষার মতো অনুষ্ঠিত হবে বলে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সূত্র : জাগো নিউজ।

কেএস/

Leave a Comment