চলছে সাজে নকশার মেলা

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ১৭, ২০১৯

মেলা বাঙালী সংস্কৃতির একটি অন্যতম ঐতিহ্য। বরাবরই আমরা মেলাকে আনন্দের সাথে উপভোগ করি। চট্টগ্রামের শিশু একাডেমীতে তেমনই একটি মেলার আয়োজন করেছে রাবেয়া আনজুম সামিরার উদ্যোগে "সাজে নকশা।"

তিনদিনব্যাপী এই মেলা চলবে ১৫ই অক্টোবর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলার গেট খোলা থাকবে। এই মেলায় থাকবে ৪০টি স্টল, এসব স্টলে থাকবে পোষাক, প্রসাধনী, জুয়েলারি, ক্রাফট, খাবারসহ আমাদের দেশীয় ঐতিহ্যের পাটের তৈরি বিভিন্ন পণ্য। মেলায় প্রবেশের জন্য কোনো ধরনের টিকিট লাগবে না, মেলায় প্রবেশকারী দর্শনার্থীরা বিনামূল্যে মেহেদী দিতে পারবেন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়াও মেলায় লটারির আয়োজনও করা হয়েছে। উদ্যোক্তাদের জন্য একটি সুন্দর প্লাটফর্ম গড়ে তোলাই "সাজে নকশা" র মূল লক্ষ্য। মেলায় চট্টগ্রামবাসীসহ অন্যান্য জেলার মানুষেরাও বিশেষভাবে আমন্ত্রিত।

টি/শা 

Leave a Comment