আর নেই সাদেক হোসেন খোকা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ৪, ২০১৯

সাবেক মন্ত্রী, ঢাকার মেয়র ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা বিএনপি নেতা সাদেক হোসেন খোকা আর নেই। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউইয়র্ক সময় রাত ২টা ৫০মিনিট, বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০মিনিটে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।

খোকার বড় ছেলে ইশরাক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকা ১৯৫২ সালের ১২মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র থাকাকালীন মুক্তিযুদ্ধে অংশ নেয়।

তিনি মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী লীগ পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগ দেন।

২০১৪সালে মে মাসে ক্যানসার চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণ ভিসায় স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাদেক হোসেন খোকা।

স্লোন ক্যাটারিং হাসপাতালে চিকিৎসা শুরুর পর প্রতি সপ্তাহে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের থেরাপি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন।

দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকার পরেও গত কয়েকমাস ধরে সাদেক হোসেন খোকা বারবার দেশে ফেরার আকুতি জানান। তিনি বলেন,ঢাকায় যাওয়ার পর জেলে যেতে হলে যাবো, চিকিৎসার জন্য আর না আসতে দিলেও সমস্যা নেই। দেশে গিয়েই মরবো।

সাদেক হোসেন খোকার ফুসফুসে ক্যান্সার মারাত্নক ভাবে ছড়িয়ে পড়ায় তার জীবন বিপন্ন হয়ে পড়ে। কিডনি ক্যানসারের চিকিৎসা নেওয়ার সময় হঠাৎ করেই ফুসফুস আক্রান্ত হলে তার শারিরীক অবস্থার দ্রুত অবনতি হয়। 

কে/এস

 

 

Leave a Comment