পুলিশের সামনে শিক্ষকদের মানব দেয়াল শিক্ষার্থীদের রক্ষায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ৬, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের রক্ষা করতে সশস্ত্র পুলিশ ফোর্সের সামনে মানব দেয়াল গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক ভুঁইয়া বলেন, আমরা ৪০জন শিক্ষক মিলে পাশাপাশি দাঁড়িয়ে এই মানব দেয়াল তৈরী করেছি। আমরা আশঙ্কা করছি যে, যেকোন সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ বা ছাত্রলীগের হামলা হতে পারে।

৬নভেম্বর বুধবার সন্ধ্যা ছয়টায় মানব দেয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি এ কথা জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দেওয়া হল ভ্যাকেন্টের নির্দেশ প্রত্যাখান করে উপাচার্যের অপসারনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বুধবার বিকেল ৫টা থেকে আবারও তারা উপাচার্য ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করেছে।

কে/এস

Leave a Comment