সেনা দিবসে প্রথমবার প্যারেডের নেতৃত্বে মহিলা অফিসার

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ১৬, ২০২০

সেনা দিবসের প্যারেডের নেতৃত্বে মহিলা অফিসার। 'প্যারেড অ্যাডজুটান্ট' হিসেবে গোটা দেশের স্যালুট গ্রহণ করলেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। মাথা তুলে আবারো দাঁড়িয়েছে নারীশক্তি।

বছর দুই আগে কর্পস অ্যান্ড সিগন্যালসের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন তানিয়া। প্যারেড পরিচালনার ক্ষেত্রে প্যারেড অ্যাডজুটান্টের ভূমিকা অপরিহার্য।

প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও একই ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেন তানিয়াকে। ক্যাপ্টেন তানিয়ার আগে গত বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভাবনা কস্তুরী প্রথম মহিলা অফিসার হিসেবে পুরুষ সেনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু সেনা দিবসের প্যারেডে এখনও কোন মহিলা অফিসার প্যারেডের নেতৃত্ব দেননি। এবার যা করে ইতিহাসে তানিয়া।

তার বাবাও ছিলেন সেনাবাহিনীতে। পরে তিনি যোগ দেন CRPF - এ। পাঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা ৫ফুট ৯ইঞ্চির তানিয়া। নাগপুরের কলেজ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক পাশ করেন তিনি। তিনি ছবি তুলতে, বেড়াতে এবং গান শুনতে ভালোবাসেন।

এই দিনেই ভারতীয় সেনার প্রথম জেনারেল দায়িত্ব নিয়েছিলেন। তারপর থেকে ১৫জানুয়ারি দেশে পালিত হয় সেনা দিবস।

Leave a Comment