বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে পাঠদান কর্মসূচি চলবে।

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২৫, ২০২০

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ৯ই এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এই সময় পর্যন্ত স্কুল, কলেজ,মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে আগামী শনিবার থেকে রাষ্ট্রীয় সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের পাঠদান করা হবে।
 
এর আগে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল।
 
পহেলা এপ্রিল থেকে শুরু হওয়াত কথা এই পরীক্ষা।
 
এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন তারিখ ও রুটিন জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
 

Leave a Comment