রিয়ান্না দান করলেন ৫ মিলিয়ন ডলার করোনা প্রতিরোধে!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২৫, ২০২০
বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ পরিস্থিতি মোকাবেলায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
 
এবার করোনাভাইরাস প্রতিরোধে ৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে পপ তারকা রিয়ান্নার দাতব্য সংস্থা ক্লারা লিওনেল ফাউন্ডেশন।
 
সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, ডিরেক্ট রিলিফ, ফিডিং আমেরিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে কোভিড-১৯ এর আক্রান্ত পরিবারগুলো এই অর্থ পাবে। এছাড়া যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান ও আফ্রিকা অঞ্চলে করোনা মোকাবেলায় প্রয়োজনীয় যন্ত্রপাতি, স্বাস্থ্য প্রশিক্ষণ, খাদ্য ব্যাংক, ইনটেনসিভ কেয়ার ইউনিট, ভ্যাকসিন তৈরি ও অন্যান্য থেরাপির কাজে এ অর্থ ব্যয় হবে।
 
২০১২ সালে তার নানা-নানি লিওনেল ব্রাফেট ও ক্লারার নামানুসারে এই দাতব্য সংস্থার নামকরণ করেন রিয়ান্না। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা জানি কোভিড-১৯ প্রতিরোধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে সবসময় প্রস্তুত থাকা। এই মহামারিতে যেসব সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সুরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।'

Leave a Comment