করোনার নমুনা ভিন্নভাবে সংগ্রহ করা হবে বলছে আইইডিসিআর!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২৭, ২০২০
বাংলাদেশে মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের কাজ এখন থেকে ভিন্নভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর।
 
আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রথমদিকে শুধু বিদেশ ফেরত বা করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হলেও এখন আরো বেশি সংখ্যক মানুষের নমুনা সংগ্রহ করা হবে।
 
"শুধু বিদেশ থেকে এসেছেন তা নয়, বিদেশ থেকে এসেছিলেন এমন ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন তাদের নমুনাও আমরা সংগ্রহ করি।"
 
"এছাড়াও ষাটোর্ধ্ব ব্যক্তি বা যাদের মধ্যে দীর্ঘমেয়াদী রোগ রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ, উপসর্গ দেখা গেলে তাদের নমুনাও আমরা সংগ্রহ করে পরীক্ষা করছি, "শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন আইইডিসিআরের পরিচালক।
 
এই ধরনের ব্যক্তিদের বাইরেও যাদের নিউকোনিয়া হয়েছে এবং নিউমোনিয়ার কারণ স্পষ্ট নয়, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে জানান তিনি।

Leave a Comment