করোনায় বাড়ছে ঢাকার বায়ুর মান, ফাঁকা ঢাকা!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২৮, ২০২০

করোনাভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করায় রাজধানী ঢাকা ছেড়ে বেশিরভাগ মানুষই গ্রামে চলে গেছেন। এতে অনেকটাই ফাঁকা ব্যস্ত নগর ঢাকা। কর্মব্যস্ত দিনে মানুষের কর্মচঞ্চলতায় আর যানবাহনের ভিড়ের কারণে ঢাকায় সকাল সন্ধ্যা সারাবেলা বায়ু দূষিত হয়ে উঠত। তবে করোনার কারণে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

ঢাকার বায়ুর মান কিছুটা উন্নত হয়েছে। যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের রিয়েলটাইম বায়ুর মান সূচক অনুযায়ী, শনিবার (২৮মার্চ) সকাল ১০টায় ঢাকার বায়ু মান ছিল ১৪৪ পিএম২.৫। বায়ুর এ মানের কারণে সুস্থ মানুষের অসুস্থ বা ক্ষতি হওয়ার সুযোগ নেই। তবে যারা এ সংক্রান্ত রোগে ভুগছেন, তাদের জন্য এটি ক্ষতিকারক।

এর আগেও, করোনার কারণে মানুষের কর্মচঞ্চলতা না থাকায়, যানবাহন চলাচল না করায় এবং ঢাকা ছেড়ে অনেকের গ্রামে যাওয়ার কারণে রাজধানীর বায়ুর মান উন্নত হয়েছে।

 

Leave a Comment