করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তে সর্বোচ্চ রেকর্ড

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • এপ্রিল ৬, ২০২১

দেশে মৃত্যু ও শনাক্ত দুদিকেই নতুন রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৬৬ জন এবং শনাক্ত হয়েছে ৭হাজার ২১৩ জন। দেশে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। করোনায় মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ পরিসংখ্যান জানাতে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুনঃ ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি দেবে কাঁচা টমেটো!

গত বছরের ৩০ জুন একদিনে করোনায় ৬৪ জনের মৃত্যু ছিল এতদিন সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। আজকের পরিসংখ্যান ভেঙ্গে দিয়েছে অতীতের সব রেকর্ড। করোনায় মৃত্যু ও শনাক্ত দুদিকেই রেকর্ড গড়ল দেশ। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি, ৩৪ হাজার ৩১১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত রোগীর হার ২১ দশমিক শূন্য ২ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment