গরমে আম বেশি খেলেও হতে পারে বিপদ!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ১৫, ২০২২

গরমে অনেকেই আম বেশি খেয়ে ফেলার লোভটা সামলাতে পারেন না। আর এতেই হতে পারে নানারকম বিপদ। গরমে আম বেশি খেলে একাধিক শারিরীক সমস্যা তৈরি হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

- আম বেশি খেলে শরীরে বেড়ে যায় মেদ। যদি ডায়েটে থাকেন তাহলে বেশি আম না খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডায়েটেশিয়ানরা।

আরো পড়ুনঃ হাত পায়ের কালো দাগ দূর করার উপায়

- আম থেকে অনেকের অ্যালার্জি হয়। ত্বক লাল হয়ে ফুলে ওঠে। সেদিক থেকে বেশি আম খাওয়ার আগে সাবধান হওয়া প্রয়োজন।

- আম বেশি খেলে ত্বক র‍্যাশ দেখা যেতে পারে। অনেকসময় ব্রণও বাড়তে থাকে অতিরিক্ত আম খেলে।

- আম বেশি খাওয়ার ফলে আমাশয়ের মতো সমস্যা শরীরে দানা বাঁধে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment