জরায়ু ফেলে দিলে হরমোন থেরাপি নেওয়া যায়?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ১৫, ২০২২

প্রশ্নঃ বয়স ৫০। আমার জরায়ু ফেলে দেওয়া হয়েছে দেড় বছর আগে। প্রচন্ড গরম লাগে, ঘাম হয়, হট ফ্লাশে কষ্ট পাই। আমি কি হরমোন থেরাপি নিতে পারব?

উত্তরঃ হট ফ্লাশ বেশি হলে কিছুদিন হরমোন থেরাপি নিতে পারেন। রক্তে চর্বির মাত্রা বেশি, হৃদরোগ, পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস না রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকলে হরমোন থেরাপি বিপজ্জনক।

আরো পড়ুনঃ ত্বকের যত্নে মসুর ডালের নানাবিধ ব্যবহার

তবে সিনথেটিক ইস্ট্রোজেন অপেক্ষাকৃত নিরাপদ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর হরমোন থেরাপি নিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment