জরায়ুর বাইরে বাচ্চার অবস্থান ? এক্টোপিক প্রেগনেন্সি

  • রেজবুল ইসলাম 
  • ফেব্রুয়ারি ১৪, ২০১৮

এক্টোপিক প্রেগনেন্সি: গর্ভধারণের সঠিক স্থান হচ্ছে জরায়ু। স্বাভাবিক গর্ভধারণে নিষিক্ত ডিম্বকোষ গর্ভ বা জরায়ুতে স্থান নেয়। সেখানে ডিম্বকোষ বিভক্ত হওয়ার, শিশুতে পরিণত হওয়ার, শিশু বেড়ে ওঠার মতো পর্যাপ্ত জায়গা আছে। এর বাইরে যে কোন স্থানে গর্ভধারণ হলে তাকে এক্টোপিক প্রেগন্যান্সি বলা হয়। ডিম্বকোষ, জরায়ুমুখ এমনকি পেটের ভিতরেও একটোপিক প্রেগনেন্সি হতে পারে। এটা আগে থেকে বোঝা যায় না। আল্টাসনোগ্রাফি করলেই ঠিক কোথায় একটোপিক প্রেগনেন্সি হয়েছে তা ধরা পড়ে।
 
কেন হয় এক্টোপিক প্রেগনেন্সি?

এর কারণ হলো ওভারি থেকে এগ রিলিজ হওয়ামাত্রই এটা লুফে নেয় ফ্যালোপিয়ন টিউব। এখানেই ডিম্বাণু মিলিত হয় স্পার্মের সঙ্গে।
যে ভ্রূণ তৈরি হয় তার নির্দিষ্ট গতিপথ টিউব থেকে ইউটেরাসের ভেতরে। পূর্ববর্তী সার্জারির কারণে অনেক মহিলার ফ্যালোপিয়ন টিউবে ত্রুটি থাকে। অ্যাপেন্ডিসাইটিস বা ওভারিয়ন সিস্টেকটমি অপারেশনের পর এই ত্রুটিটা বেশি হয়। 

এক্টোপিক প্রেগনেন্সির কারণ: 

(১) যাদের আগেই একবার এক্টোপিক প্রেগন্যান্সি হয়েছে তাদের পুনরায় হবার সম্ভাবনা থাকে।

(২) কোন কারণে ডিম্বনালীর স্বাভাবিক এনাটমি ও গঠন নষ্ট হলে,যেমন পেলভিক ইনফেকশনের হিস্ট্রি থাকলে একটোপিক হবার সম্ভাবনা থাকে

(৩) জন্মগতভাবে ডিম্বনালীর  সমস্যা থাকলে।

(৪) ইন-ভিট্র ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি নেবার ক্ষেত্রে অথবা ডিম্বস্ফুটনের ঔষধ খেলে।

(৫) গর্ভনিরোধক কপার টিউব ব্যবহার করলেঅথবা আগে গর্ভপাত করালে একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভবনা থাকে।

(৬) বন্ধ্যাত্ব চিকিৎসায় Ovulation Inducing Drug খেলে।

(৭) Post Coital কিছু ইষ্ট্রোজেন জাতীয় বড়ি ব্যবহার করলে।

(৮) যৌন বাহিত রোগ বা STD এর ইতিহাস থাকলে।

(৯) IVF এর মাধ্যমে বাচ্চা নিতে গেলে।

করণীয়: সার্জারি ব্যতীত একটোপিক প্রেগনেন্সি চিকিৎসার অন্য কোনো উপায় নেই। কখনো ভ্রূণসহ টিউব বাদ দিতে হয়, না হলে শুধু সাইট থেকে একটোপিক প্রেগনেন্সিটা বের করে নিতে হয়। ল্যাপারোস্কপির সাহায্যে সহজেই ঠিক করে নেওয়া যায়। এতে সম্ভব না হলে ওপেন সার্জারি করা হয়। তাই সব সময় সচেতন থাকা উচিৎ। তেমন কোন সমস্যা মনে হলেই আল্ট্রাসাউন্ড এর সাহায্য নেয়া উচিৎ।
 

Leave a Comment