গর্ভস্থ শিশুর পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাইজ কত হলে বিপদজনক?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • অক্টোবর ১, ২০২২

প্রশ্নঃ আমার স্ত্রী ৩৫ সপ্তাহের গর্ভবতী। তার শেষ আলট্রাসাউন্ডের সময় দেখা যায় শিশুর পার্শ্বীয় ভেন্ট্রিকলগুলো ১০.৭ মিমি। স্ট্যান্ডার্ড সাইজ কী?

আরো পড়ুনঃ ঝলমলে চুল পাবেন শসার ব্যবহারে

উত্তরঃ এটি ১০ মিমির বেশি হওয়া উচিত নয়। নয়তো এটা জটিলতার দিকে যেতে পারে। গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার খাওয়া গর্ভবতী মা এবং শিশুর জন্য ভালো।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment