গর্ভাবস্থায় মাথা ঘুরানোর সাথে যে ৯ লক্ষণ থাকা বিপদজনক!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • অক্টোবর ৩, ২০২২

গর্ভাবস্থায় মাথা ঘুরানোর সাথে এই ৯টি লক্ষণ থাকা বিপদজনক। এই ৯টি লক্ষণের কোন একটি দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে নেওয়া জরুরি। আসুন জেনে নেই...

১. যোনিপথ দিয়ে রক্তপাত হওয়া।

২. তলপেটে ব্যথা হওয়া।

৩. বুকে ব্যথা হলে।

৪. শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হলে।

আরো পড়ুনঃ আপনার কানের ছোট্ট দুলের খবরাখবর

৫. বুক ধড়ফড় করলে।

৬. মাথা ঘুরানোর পাশাপাশি চোখে ঝাপসা দেখলে কিংবা দৃষ্টিশক্তিতে পরিবর্তন আসলে।

৭. মাথা ঘুরানোর পাশাপাশি মাথাব্যথা থাকলে।

৮. মাথা ঘুরানো প্রকট হলে।

৯. মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে মাথা বা পেটে আঘাত পেলে কিংবা ১ মিনিটের বেশি সময় ধরে অজ্ঞান থাকলে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment