শিশুর কৃমি হয়েছে এটা কীভাবে বোঝা যাবে ?

  • রেজবুল ইসলাম 
  • মার্চ ৬, ২০১৮

পেটে কৃমি হয়েছে কি না কিভাবে বুঝবেন? ও তার ঘড়োয়া চিকিকৎসা জেনেনিন। কৃমি হলে কিছু কিছু উপসর্গ দেখা দেয়। যেমন-বমি বমি ভাব, পেট ব্যথা, পেট মোটা বা ভারি হওয়া, খাবারে অরুচি, মুখে থুথু ওঠা এবং কোনো কোনো কৃমিতে পায়খানার রাস্তার পাশে চুলকানি হতে পারে। কৃমি হলে সাধারণত অপুষ্টি দেখা দেয়। রক্তশুন্যতা দেখা দেয়। হুক ওয়ার্মের একমাত্র খাদ্য হচ্ছে আক্রান্ত রোগীর রক্ত। অনেক সময় বক্র কৃমির এক মুখ শিশুদের এপেনডিক্সের মধ্যে প্রবেশ করে। ফলে এপেনডিসাইটিসের মতো উপসর্গ দেখা দেয়। শিশুর নাক, মুখ দিয়েও কৃমি পড়তে পারে। পেটে কৃমির আধিক্যে অন্ত্রনালীর পথ বন্ধ হয়ে যেতে পারে।  পেটে ব্যথা মানেই কৃমি নয়। দাঁত কটমট করা, লালা পড়া ইত্যাদি হলেই যে কৃমি হবে, তাও নয়। পেটের ব্যথার যেমন বিভিন্ন কারণ থাকতে পারে, তেমনি মুখের ঘা, সংক্রমণ ইত্যাদি থেকেও লালা পড়তে পারে ।একজন ডাক্তারই কৃমি ভালো শনাক্ত করতে পারবেন। তবে লক্ষণগুলো জানা থাকলে আপনিও লাভবান হবেন। কারণ, যত আগে আপনি বুঝতে পারবেন, আপনার সন্তানের জন্য ততই মঙ্গল।

শিশুদের কৃমির লক্ষণ :

(১) বাচ্চার খাওয়া-দাওয়া কমিয়ে দেওয়া

(২) আয়রনের ঘাটতি ও রক্তশূন্যতার জন্য দুর্বলতা

(৩) বৃদ্ধি ব্যাহত হওয়া

(৪) অপুষ্টিতে ভোগা

(৫) পেট ফাঁপা

(৬) ডায়রিয়া

(৭) কৃমির কারণে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট, কফ-কাশি হতে পারে।

 

Leave a Comment