একটি সাদা চুল তুললে কি দুটি সাদা চুল গজায়?

  • রেজবুল ইসলাম 
  • মার্চ ১৩, ২০১৮

প্রশ্ন : একটি সাদা চুল তুললে কি দুটি সাদা চুল গজায়?

উত্তর : অনেকের ধারণা, একটি সাদা চুল তুলে ফেললে সেখান থেকে কিছুদিন পর আরো দুটো সাদা চুল নতুন করে গজাবে। প্রকৃতপক্ষে ধারণাটি সঠিক নয়। সাদা চুল উঠিয়ে ফেলার পর দুটি সাদা চুল গজানোর কোনো সুযোগ নেই। চুল সাদা হওয়ার জন্য দায়ী উপাদানটি হচ্ছে মেলানিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেলানিনের মাত্রা ধীরে ধীরে কমে যাওয়ার কারণেই চুল সাদা হতে থাকে। চুল যখন সাদা হওয়ার তখন সেটি এমনিতেই হতে থাকে। এ ক্ষেত্রে একটি সাদা চুল তুলে ফেললে সেখান থেকে দ্বিগুণ সাদা চুল গজানোর কোনো সুযোগ নেই। চুল সম্বন্ধে এ রকম অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। যেমন : অনেকে মনে করেন লেবুর রস বা মেহেদি ব্যবহারে চুলের কোনো ক্ষতি হয় না। এ ধারণাও পুরোপুরি ঠিক নয়। কোনো কিছু ব্যবহারের পর চুলের ক্ষতি হবে কি হবে না সেটি নির্ভর করে ‘পি এইচ ব্যালেন্সে’- এর ওপর। গবেষকরা দেখেছেন, মেহেদির পি এইচ ৪.৫। এই মাত্রার কোনো উপাদান চুলে লাগালে এটি চুলকে ভঙ্গুর করে দিতে পারে।

কিন্তু এ বিষয়ে অনেকেই সচেতন নন। উল্টো দেখা যায় যেসব বিষয় চুলের ক্ষতি করছে, সেগুলোকে মিথ্যা সচেতনতার বশে আগ্রহ ভরে গ্রহণ করা হচ্ছে। যেহেতু চুল সৌন্দর্যের একটি অপরিহার্য উপাদান, তাই এ নিয়ে বিভ্রান্তিও অনেক বেশি। অনেকের ধারণা চুলের সমস্যা চিকিৎসা বিজ্ঞানের কোনো বিষয় নয়, এটি রূপবিশেষজ্ঞদের বিষয়। এ ধারণা মোটেও ঠিক নয়। চুল শরীরেরই একটি অঙ্গ। এর কোনো সমস্যা চিকিৎসা বিজ্ঞানের কোনো না কোনো রোগ হিসেবে চিহ্নিত। হতে পারে চুলের সমস্যার সব সমাধান এখনো উদ্ভব হয়নি। তবে চুলের সমস্যা সমাধানে চর্মবিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই যুক্তিযুক্ত।
 

Leave a Comment