আপনি কি  নিকট ভবিষ্যতে গর্ভবতী হতে চান ?

  • রেজবুল ইসলাম 
  • মার্চ ১৯, ২০১৮

প্রশ্ন : আমি নিকট ভবিষ্যতে গর্ভবতী হতে চান? আমি এখন কি করবো ?

উত্তর : যদি আপনি সন্তান চান তাহলে জন্মবিরতির সব পদ্ধতি ব্যবহার বন্ধ করে দিতে পারেন। নির্দিষ্ট কিছু পদ্ধতির কারনে আপনার ফার্টিলিটি (সন্তান  উৎপাদনের ক্ষমতা) স্বাভাবিক হতে কিছু সময় লেগে যেতে পারে। পদ্ধতি ব্যবহার করা থামানোর সাথে সাথেই যদি ফার্টিলিটি স্বাভাবিক অবস্থায় পেতে চান, তাহলে নিম্নোক্ত পদ্ধতিসমূহ ব্যবহার করতে পারেনঃ

•    জন্মনিরোধক ইমপ্লান্ট

•    ইনট্রাউটেরিন সিস্টেম (আইইউএস)

•    ইনট্রাউটেরিন ডিভাইস (আইইউডি)

•    পুরুষ অথবা মহিলাদের কনডম

এর বাইরে মিশ্র পিল, শুধুমাত্র প্রোজেস্টেরণ সমৃদ্ধ পিল অথবা যোনির রিং, জন্মবিরতির প্যাচ ব্যবহার করা বন্ধ করার সাথে সাথেই পুনরায় গর্ভবতী হতে সক্ষম হবেন। জন্মনিরোধক ইনজেকশন ব্যবহার বন্ধ করার পর ফার্টিলিটি পুনরায় স্বাভাবিক হতে ১ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে অধিকাংশ নারীর ক্ষেত্রে কয়েক মাসের মধ্যে ফার্টিলিটি স্বাভাবিক হয়ে পড়ে।

Leave a Comment