সিজারিয়ান ডেলিভারিতে কী হয় অপারেশন রুমে?

  • রেজবুল ইসলাম 
  • মার্চ ২৯, ২০১৮

সিজারিয়ান সেকশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মায়েট পেট কেটে গর্ভাশয়ের মধ্য থেকে বাচ্চাকে বের করে নিয়ে আসা হয়। মা এবং বাচ্চার যে কোন অস্বাভাবিক পরিস্থিতিতে সিজারিয়ান ডেলিভারি হচ্ছে সবচেয়ে নিরাপদ। 

কেন সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হয়? 

একটি সিজারিয়ান প্রয়োজন জন্য সবচেয়ে সাধারণ কারণ হলো:

- বাচ্চা ব্রীচ পজিশনে থাকা। ডাক্তার যখন চেষ্টা করেও বাচ্চার পজিশন ঠিক করতে পারেনা তখন সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হয়। 
আপনার প্লেসেন্টা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে গর্ভ থেকে খোলা থাকে তবে অবশ্যই সিজার জরুরি। বাংলাদেশে দিনের পর দিন সিজারিয়ান ডেলিভারির হাড় বাড়ছে। তবে সব সময় সিজারিয়াল ডেকিভারির প্রয়োজন নেই।  

- যদি কোন জটিলতা না থাকে তবে সিজারিয়ান ডেলিভারি সাপোর্ট করা উচিত না। আর যদি আগে থেকেই সমস্যা দেখা যায় তবে ডেলিভারির পরিকল্পনায় এটাও রাখতে হবে। 

কি হয় অপারেশনের সময়? 

প্রথমত,  গর্ভবতী মাকে অপারেশন বেডে নেয়া হয়। আইভি ফ্লুইড দেয়া হয় ক্যানুলার মাধ্যমে। তারপর তাকে অ্যানাসথেসিয়া করা হয়। এটি epidural হিসাবে কাজ করে।  অ্যানাসথেসিয়ার মাধ্যমে রোগী জেগে থাকবে আর ডাক্তারের সাথে কথাও বলতে পারবে।  আপনার পেট পরিষ্কার করা হবে এবং একটি টিউব, একটি ক্যাথাটার হিসাবে পরিচিত, প্রস্রাব সংগ্রহ করার জন্য আপনার মূত্রাশয় মধ্যে ঢোকানো হবে। 

তারপর পেট কাটা হয়। আস্তে আস্তে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসা হয়। বাচ্চার নাড়ি কেটে পরিষ্কার করা হয়। আর মায়ের পেট আবার সেলাই করে দেয়া হয়। পুরা অপারেশন শেষ করতে ৩০-৪০ মিনিট সময় লাগে। 

কারা কারা থাকবে অপারেশন রুমেঃ 

আপনার সঙ্গী বা সমর্থক ব্যক্তি সাধারণত সিজারিয়ান সময় আপনার সাথে থাকতে পারবে। সেখানে অনেকগুলি মেডিকেল স্টাফও থাকবে। 

Obstetrician – অপারেশন সঞ্চালন করে এবং শিশুর বিতরণ

Anesthetist – একজন ডাক্তার যিনি অ্যানাসথেসিয়া দিয়ে থাকেন। 

scrub nurse – যে নার্স অপারেশন করার জিনিসগুলো পরিষ্কার রাখেন

scout nurse –  scrub নার্স এর সহকারী 

anesthetic nurse –  anesthetist এর সহকারী 

paediatrician – যিনি সদ্য জন্ম জন্ম নেয়া বাচ্চার দেখাশোনা করবেন

midwife – জন্মগ্রহণকারী বাচ্চাটি গ্রহণ করে এবং আপনি ওয়ার্ডে ফিরে না আসা পর্যন্ত শিশুর দেখাশোনা করেন

theatre technician –অপারেটিং থিয়েটার পরে এর লাইট এবং অপারেশন টেবিল এর দায়িত্বে থাকেন যিনি। 

ঝুঁকি এবং জটিলতা :

- সিজারিয়ানরা নিরাপদ কিন্তু অপারেশন এর সময়ও কিছু জটিলতা রয়েছে। 

- রক্তক্ষরণ

- রক্ত জমাট

- ক্ষত মধ্যে সংক্রমণ

- অবেদনবিধান সঙ্গে সমস্যা

- কাছাকাছি অন্যান্য অঙ্গ সম্ভাব্য ক্ষতি, যেমন মূত্রাশয় বা ইউরানি ব্লাডার 

- যে রোগীর ওজন বেশি তার শ্বাস রোধ হওয়ার ঝুকি আছে। 

কখনও কখনও শ্বাসকষ্ট দ্বারা জন্ম নেওয়া শিশুদের অস্থায়ী সমস্যা শ্বাস নিতে পারে। মিডওয়াইফ এবং শিশু বিশেষজ্ঞ আপনার শিশুর যত্ন নেবেন।  

Sources: Department of Health (National Maternity Services Plan). Opens in a new window.National Institute of Child Health and Human Development (What is a caesarean delivery?). Opens in a new window.Royal Australian and New Zealand College of Obstetricians and Gynaecologists (Caesarean section). Opens in a new window.WebMD(Epidural and spinal anaesthesia – topic overview). Opens in a new window.What to Expect (Delivering by Cesarean Section (C-Section))

Leave a Comment