১ থেকে ৭ মাস বয়সী শিশুর বেড়ে উঠার গাইডলাইন

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • এপ্রিল ১৩, ২০১৮

এটি একটি গাইডলাইন মাত্র। প্রত্যেকটি শিশুই ভিন্ন এবং সে তার নিজের মত করে বেড়ে ওঠে।শু ধু মাত্র বিপদচিহ্ন গুলো দেখলেই ডাক্তারের পরামর্শ নিন।

গাইডলাইন: ১ মাস

- এক সপ্তাহের মধ্যে মায়ের আওয়াজ, চেহারা ও স্পর্শ চিনতে শিখবে।

- চলন্ত কিছুর দিকে তাকানো শিখবে।

- মাথা ঘুরিয়ে শব্দের উৎসের দিকে তাকানো চেস্টা করবে।

বাবা-মা এর করণীয়:

- শিশুর সাথে কথা বলুন, কোলে নিন। শিশুর ঘুমানোর ও ক্ষুধার লক্ষনগুলো চিনতে শিখুন।

- বারবার খাবার খাওয়ান।

- খেলনা দিয়ে দৃস্টি আকর্ষন করুন।

বিপদ চিহ্ন:

- খুব আস্তে খাওয়া বা চুষতে না পারা।

- চলন্ত কিছুর দিকে দৃস্টি না দেয়া।

- তীব্র আলো বা শব্দে প্রতিক্রিয়া না দেখানো।

গাইডলাইন: ৩ মাস

- শিশু মুখ দিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ করার চেস্টা করবে।

- মাথার ভারসাম্য বজায় রাখতে পারবে।

- পেটের উপর শুয়ে মাথা তোলার চেস্টা করবে।

- হাতের মুঠি খুলতে ও বন্ধ করতে পারবে।খেলনা নাড়াচাড়া করার চেস্টা করবে।

 - আকর্ষনীয় কিছু দেখলে আগ্রহী হয়ে ওঠবে।

বাবা-মা এর করণীয়: শিশুর যেকোন কিছুতে সাড়া দিন।কথা বলুন, হাসুন,বই পড়ুন, বিভিন্ন পরিচিত জিনিসের নাম বলুন।খেলনা ধরতে সাহায্য করুন।

বিপদ চিহ্ন:

- মাথার ভারসাম্য বজায় রাখতে না পারে।

- কিছু ধরতে না শিখে।

- তীব্র আলো বা শব্দে প্রতিক্রিয়া না দেখানো।

গাইডলাইন: ৪-৭ মাস

- শিশু হাসবে, কিছু বলার চেস্টা করবে।

- গড়াগড়ি করবে।

- সাহায্য ছাড়া বসতে শিখবে।

- কোন কিছুতে বাধা দিলে বা ‘না’ বললে বুঝতে পারবে।

- নিজের নাম শুনলে যে ডাকবে তার দিকে তাকাবে।

- চারপাশের জিনিস চিনতে শিখবে।

বাবা-মা এর করণীয়: শিশুর সাথে খেলা করুন, গোসলের সময় হাসানোর চেস্টা করুন।শিশুর কথার বিপরীতে কথা বলুন।রঙিন বই নিয়ে পড়ুন।বিভিন্ন জিনিসের নাম শিখান।শিশুকে খেলার সুযোগ দিন ও ঘর শিশুর জন্য নিরাপদ রাখুন।শিশুর খাওয়া, ঘুম ও খেলা রুটিন মত করানোর চেস্টা করুন।

বিপদ চিহ্ন:

- জড়সড় বা নিস্তেজ থাকা।

- মাথার ভারসাম্য বজায় রাখতে না পারে।

- না হাসা

- আকর্ষনীয় কিছু দেখলে আগ্রহী না হওয়া।

তথ্য এবং ছবি : গুগল  

Leave a Comment