মায়ের দুধ ফিডারে কতক্ষণ রাখা যায়?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • এপ্রিল ১৫, ২০১৮

প্রশ্ন : মায়ের দুধ ফিডারে কতক্ষণ রাখা যায়? মানে কত সময় রেখে সেটা বাবুকে খাওয়াতে পারবো? বলবেন প্লিজ

উত্তর : বুকের দুধ যত বেশি সময় আপনি সংরক্ষণ করবেন, এমনকি তা ফ্রিজে রেখে করলেও, তত বেশি তা থেকে ভিটামিন সি কমতে থাকবে এবং তার চর্বির গুনাগুন নষ্ট হতে থাকবে। সংরক্ষণ করে রাখা বুকের দুধ আপনার নবজাতকের চাহিদা মেটাতে পারলেও, সে যখন বড় হতে থাকবে তখন তার জন্য এটি যথেষ্ট হবে না। আমাদের দেশের গরম এবং আর্দ্র আবহাওয়ায় বুকের দুধ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় তিন ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়। প্রতিবার ১-৪ আউন্সের বেশি সংরক্ষণ করবেন না। এটি ফ্রিজে রাখলে তিন দিন পর্যন্ত ভাল থাকার কথা।

Leave a Comment