রক্তদানের ক্ষেত্রে মনে রাখুন ৭ টি বিষয়

  • রেজবুল ইসলাম 
  • এপ্রিল ১৭, ২০১৮

(১) রক্তদান অবশ্যই একটি মহৎ কাজ। মানুষের জীবন বাচাতে রক্তদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

(২) ১৮ থেকে ৫০ বয়সের যে কোন মানুষ রক্ত দান করতে পারে।  

(৩) গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের রক্ত দান নিষেধ। 

(৪) রক্তদানের ক্ষেত্রে দাতার হিমোগ্লোবিন অবশ্যই পরিমাণ মতো থাকতে হবে। 

(৫) হেপাটাইটিস-বি ও সি,এইচআইভি (HIV), টাইফয়েড, কালাজ্বর, ম্যালেরিয়া ইত্যাদি রোগের জীবাণু সহজেই রক্তের মাধ্যমে মানব দেহে প্রবেশ করতে পারে। তাই রক্ত নেয়ার আগে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে রক্তে এসব রোগের জীবাণু আছে কিনা তা নিশ্চিত হয়ে নিতে হবে।

(৬) রক্তদানের ক্ষেত্রে দাতার ওজন কমপক্ষে ৪৫ কেজি বা ১০০পাউন্ড হতে হবে। তার রক্তচাপ বা ব্লাড প্রেসার হতে হবে স্বাভাবিক।

(৭) একবার রক্ত দেয়ার ছয় মাসের মধ্যে রক্তগ্রহণ এবং চার মাসের মধ্যে রক্তদান করা যাবে না। ছয় মাসের মধ্যে বা বর্তমানে কোন ভ্যাক্সিনও গ্রহণ করা যাবে না।

 

Leave a Comment