প্রি ম্যাচিওর ডেলিভারি কেন হয়?

  • ফারজানা আক্তার 
  • এপ্রিল ২১, ২০১৮

কিছু মহিলাদের গর্ভাবস্থায় কিছু অস্বাস্থ্যকর অবস্থা রয়েছে যেকারণে তাদের সন্তান প্রসবের আগেই জন্ম দিতে হবে। সাধারণত প্রতিটা শিশু মায়ের গর্ভে প্রায় ৪০ সপ্তাহ ধরে থাকে। কিন্তু যখন সেই শিশুটি ৩৭ সপ্তাহে জন্মগ্রহণ করেন, তাকে শিশুর অকালীন প্রসব বলা হয়ে থাকে। চলুন জেনে নিন যেসব কারণে প্রি ম্যাচিওর ডেলিভারি হয়ে থাকে - 

কেন সময়ের আগেই ডেলিভারি হয়?

১. যদি মা বা শিশু গুরুতর কোন রোগ বা সংক্রমনে আক্রান্ত হয়ে থাকে। 

২. যদি কেউ অতীতে কখনো একটি অকাল শিশুর জন্ম দিয়ে থাকে। 

৩. গর্ভের মধ্যে যদি একাধিক গর্ভাবস্থা থাকে। 

৪. আপনার গর্ভাশয়ে বা জরায়ুমুখের গঠনে যদি কোন বিকৃতি থাকে। 

৬. যদি আপনার বয়স ১৭ বছরের কম, বা ৩৫ বছরের বেশি বয়স হয়ে থাকে। 

৭. গর্ভবতী হওয়ার সময় যদি আপনি দুর্বল বা ওজনহীন থাকেন। 

৮. আইউড (ইনট্রা গর্ভাণ ডিভাইস) ব্যবহারের সময় আপনি গর্ভবতী হয়েছিলেন এবং এর পরই আইওডটি বের করতে ভুলে  গিয়ে থাকেন। 

৯. যদি আপনি অ্যালকোহল, ধূমপান, ও ড্রাগ দ্বারা আসক্ত হয়ে থাকেন। 

১০. যদি আপনার শিশু দ্বিতীয় ত্রৈমাসিকে নষ্ট হয়, বা গর্ভপাত ৩ বারের চেয়ে বেশি হয়ে থাকে। 

১১. নারীর প্রি-ক্ল্যাম্পাসিয়া, যেমন অত্যধিক উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি বা লিভার রোগের ফলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমে যায়। 

১২. মহিলাদের মধ্যে, গর্ভাশয়ের মুখ গুরুতর সংক্রমণ এর সংস্পর্শে জরায়ুর সংক্রমণ রয়েছে যেমন গ্রুপ বি স্ট্রেটোকোকি, গনোরিয়া, ক্ল্যামিডিয়া, সিফিলিস, ট্রাইকোমোনিসিস বা গার্ডেন্রেলা নামে ব্যাকটেরিয়ার সংক্রমণের সংক্রমণ রয়েছে। 

১৩. যদি আপনি কর্ম ক্ষেত্রের অনেক কাজের চাপ থাকেন। 

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment